প্রচ্ছদ

নিউইয়র্কে ফের বিধিনিষেধ করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে

  |  ১৩:৫০, নভেম্বর ১৩, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি, (আমেরিকা) প্রতিনিধি :

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ বাড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। অঙ্গরাজ্যটির মেয়র বিল দে ব্লাজিও সবাইকে বিধিনিষেধ মানার আহ্বান জানিয়ে বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে এটাই শেষ সুযোগ। নতুন নিষেধাজ্ঞার আওতায় পানশালা, রেঁস্তোরা, জিম রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া ১০ জনের বেশি জনসমাগমেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

এদিকে, ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনায় যুক্তরাজ্যের প্রাণহানি ৫০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট শনাক্ত ১২ লাখের বেশি।