এমদাদুল হক সবুজ-এর কবিতা ‘সত্য কথা বলতে নেই’
প্রকাশিত হয়েছে | ১৬:২৩, নভেম্বর ১৪, ২০২০
www.adarshabarta.com
সত্য কথা বলতে নেই
এমদাদুল হক সবুজ
সত্য কথা বলতে নেই,
সোজা পথে চলতে নেই।
মিষ্টি মধুর বচন শুনে-
কারো কথায় গলতে নেই।
খুঁজে চলো ভ্রান্ত পথ,
সকল কাজে ভাঙ শপথ।
গভীর জলের রুই কাতলা-
সকাল বিকাল ধরতে নেই।
ডাকতে হবে বাক্ বাকুম,
কাজের বেলায় রও নিঝুম।
পানের বাটায় সোনার চামিচ-
কোন কালে রাখতে নেই।
যদি করো পা লেহন,
সুস্থ রবে তন আর মন।
সোনার শিকল পায়ে পড়ে-
আঁধার আগল ভাঙতে নেই।