প্রচ্ছদ

‘আগামী শীতে জীবন স্বাভাবিক হওয়ার আশা’

  |  ১৬:০৬, নভেম্বর ১৬, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি, (আমেরিকা) প্রতিনিধি :

কোভিড-১৯ প্রতিরোধে ফাইজার এবং বায়োএনটেকের টিকা গ্রীষ্মে উল্লেখযোগ্য মাত্রায় প্রভাব ফেলতে শুরু করবে এবং আগামী শীত নাগাদ বিশ্বে জনজীবন আবার স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা অধ্যাপক উগুর শাহিন। বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক শাহিন বলেন, তাদের টিকা মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণ হ্রাস করবে বলেই তার বিশ্বাস। এছাড়া, টিকা গ্রহণের পর কোভিড-১৯ এ আক্রান্ত হলেও শরীরে খুব বেশি উপসর্গ দেখা দেবে না।

তিনি বলেন, ‘আমাদের টিকা নিয়ে আমি দারুণ আশাবাদী। এটা অত্যন্ত কার্যকর এবং মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ অনেকটা কমিয়ে আনতে সক্ষম। হয়ত সংক্রমণ হ্রাসের হার ৯০ শতাংশ হবে না, কিন্তু ৫০ শতাংশ হবে। আর যদি তাই হয়, তবে সেটাও উল্লেখযোগ্য অগ্রগতি।’

বায়োএনটেকের অধ্যাপক শাহিন অবশ্য বসন্তে সব ঠিক হওয়ার আশা দেখছেন না। তিনি বলেন, ‘যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে টিকা সরবরাহ করা শুরু হবে। আমাদের লক্ষ্য, আগামী এপ্রিলের মধ্যে সারা বিশ্বে ৩০ কোটি ডোজের বেশি টিকা ডেলিভারি দেওয়া।’

তিনি বলেন, ‘গ্রীষ্মের গরম আবহাওয়া আমাদের কাজে সাহায্য করবে। কারণ, গ্রীষ্মে সংক্রমণ বিস্তারের গতি কম থাকে। তবে সবচেয়ে জরুরি হচ্ছে আগামী বছর শরৎ বা শীতের আগেই সব টিকাদান প্রকল্পের কাজ শেষ করা।’