প্রচ্ছদ

মডার্না ১২৫ মিলিয়ন করোনা ভ্যাকসিন সরবরাহ করবে

  |  ০৯:৪৮, ডিসেম্বর ০৫, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:

আগামী বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বব্যাপী ১০০ থেকে ১২৫ মিলিয়ন ডোজ কোভিড-১৯ এর টিকা পরীক্ষামূলকভাবে সরবরাহ করবে ক্যামব্রিজ-ভিত্তিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান মডার্না । এর মধ্যে ১০০ মিলিয়ন টিকা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য এবং বাকি ১৫ থেকে ২৫ মিলিয়ন পাঠানো হবে বিশ্বের অন্যান্য দেশের মানুষের জন্য।

সম্প্রতি এমনটাই জানিয়েছে আমেরিকান এই টিকা উৎপাদক সংস্থা। এ খবর দিয়েছে রয়টার্স।

২০২১ সালে প্রতিষ্ঠানটির টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১ বিলিয়ন ডোজ। তবে এই লক্ষ্যমাত্রার মধ্যে ৫০০ মিলিয়ন ডোজ টিকা বছরের প্রথম প্রান্তিকে উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে মডার্না কর্তৃপক্ষ।

প্রাথমিক পর্যায়ে এই টিকার পরীক্ষার ফলাফল থেকে দেখা যায়, এমআরএনএ-১২৭৩ এ ভ্যাকসিনে উচ্চস্তরের বাইন্ডিং এবং অ্যান্টিবডি তৈরি করেছে, যা সময়ের সাথে সাথে কিছুটা হ্রাস পায়। তবে এ টিকা দেওয়ার তিন মাস পরে সব টিকা গ্রহণকারীদের মধ্যে অ্যান্টিবডি তৈরির মাত্রা বেড়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।