প্রচ্ছদ

সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে হাসপাতালে ভর্তি

  |  ০৯:১৫, ডিসেম্বর ১০, ২০২০
www.adarshabarta.com

নিজস্ব প্রতিবেদন :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাসরত
এনওয়াই বিডি নিউজ, আমেরিকা বাংলাদেশ প্রেস এজেন্সী (বাপস)-এর সম্পাদক, আদর্শ বার্তা’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি, অনলাইন এ্যাক্টিভিস্ট, লেখক, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন করোনায় আক্রান্ত হয়েছেন। Covid-19 টেস্টের রেজাল্ট পজিটিভ হওয়ায় তিনি ৭ ডিসেম্বর ২০২০ (সোমবার) থেকে নিউইর্য়কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তিনি কিছুটা বিপদমুক্ত। কর্তব্যরত ডাক্তাররা নিয়মিত চিকিৎসার পাশাপাশি প্রচুর বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ তথ্য জানিয়েছেন সাংবাদিক হাকিকুল ইসলামের ঘনিষ্ট বন্ধু নিউইয়র্কে বসবাসরত টিভি উপস্থাপক, কবি ও প্রবন্ধিক এবি এম সালেহ উদ্দীন। তিনি দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

কমিউনিটির প্রিয়মুখ হাকিকুল ইসলাম খোকন ব্যক্তিগতভাবে অত্যন্ত বিনয়ী, সৎ ও মার্জিত স্বভাবের অধিকারী। একজন সংগঠক, রাজনৈতিক উপদেষ্টা হিসাবেও মিস্টার খোকন দেশে বিদেশে সুপরিচিত।

ইতিমধ্যে অনেকেই তাঁর সুস্হতা এবং দীর্ঘ জীবন কামনা করে ফেইসবুক সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। আল্লাহ পাক আমাদের প্রিয়জন সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সাহেবকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমিন।