প্রচ্ছদ

কামরুল ইসলাম বুলবুল-এর কবিতা “মানুষ ম্যারাডোনা”

  |  ১১:৪৩, ডিসেম্বর ১৬, ২০২০
www.adarshabarta.com

মানুষ ম্যারাডোনা

কামরুল ইসলাম বুলবুল

ঈর্ষা, দ্বেষ, রেষারেষির বিশ্বে
তুমি এক মহাপুরুষ।
একদম জীবন্ত প্রাণবন্ত প্রাণ!
প্রাণবন্যা নিয়ত প্রবল রাখতো তোমায়
জীবনের প্রতিটি মাঠে
মননশীল মানুষের মানসে
তুমি মৃত্যুঞ্জয়ী প্রেমিক!
সে প্রেম হিরা-জহরত থেকে দামী।
বঞ্চিত নিপীড়িত মূক বিশ্বের স্বমেজাজী
এক তেজস্বী কুণ্ঠাবিহীন কণ্ঠস্বর!
কালের বুকে যার প্রতিধ্বনি ওঠে তুমুলে।
সমগ্র সাম্রাজ্যবাদীদের তুমি ত্রাস
তাদের সমগ্র ছলনা তুমি ফাঁস করতে!
তোমার নিপুণ নৈপুণ্যে……!
ছুটে যেতে হাভানায় প্রিয় বন্ধুর বিপ্লবে
আমরণ তুমি বিপ্লবী হে জাদুকর!
খেলার মাঠের জাদু জ্বলজ্বল রবে
রবে জীবনের মাঠের কৃতীকাজ।
তোমায় বরণে আজ বিশ্ব-মাতাল
এ ধূলির ধরণীতে তুমি ছিলে জীবন্ত মানুষ।

লেখক: সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
গোয়ালজুর আদর্শ তরুণ সংঘ।
কানাইঘাট, সিলেট।