প্রচ্ছদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন

  |  ২৩:৩৩, ডিসেম্বর ২৩, ২০২০
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধায়নে, করোনাকালীন সময়ে
দেশব্যাপী চলমান খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ২৩ ডিসেম্বর ২০২০ গিলাতলা ব্যাপ্টিষ্ট চার্চ, রামপাল ,বাগেরহাট এলাকায় খাদ্য সহায়তা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত এসোসিয়েশনের কো-অর্ডিনেটর মার্ক রায়ের নেতৃত্বে কিছু মানবিক মানুষ, জোসেফ ডি কস্তা-(সভাপতি, বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্স) কেলভিন মন্ডল- ইউএসএ (ফাউন্ডার,ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ), সমাজ সেবক লিন্ডা গনসালভেজ-
ইউএসএ এলবার্ট পি কস্তা (বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল), শিশির রোজারিও- ইউএসএ, গিলবার্ট বিভাষ বাড়ৈ ইউএসএ, লাভলী মেরী-ইউএসএ সমাজসেবিত্র এই প্রকল্পে সহায়তা দান করেন।
উল্লেখ্য, সম্প্রতি এক ভয়াবহ আগ্নিকাণ্ডে এখানে অনেক মানুষ এখন গৃহহীন হয়ে পড়েছে। তারা খোলা আকাশের নিচে বসবাস করছে।খাদ্যের পাশাপাশি শীতেও তারা দারুন কষ্ট পাচ্ছে। এডাপ্ট এ ভিলেজ প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক, নয়ন দাসের তত্ত্বাবধায়নে এই অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবার্ট নিক্সন ঘোষ ,সভাপতি, বিশ্বজিৎ দে মিঠু -সহ-সভাপতি, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিক দাস, মিন্টু বিশ্বাস,উত্তম দাস সহ অন্যান্যরা।প্রধান অতিথি তার বক্তব্যে এই মহৎ কাজের জন্য যারা সহযোগিতা করেছেন সেই সব মানবিক প্রবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই কর্মসূচি শেষে প্রধান অতিথির বিশেষ সহযোগিতায় ছোট্ট শিশুদের নিয়ে ক্রিসমাসের কেক কাটা হয়।

ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের কো-অর্ডিনেটর মার্ক রায় প্রতিবেদক সাথে আলাপ কালে জানান যে, করোনার শুরুতেই প্রবাসে অবস্থানরত কতিপয় হৃদয়বান মানুষের সহায়তায় আমরা এই মানবিক কার্যক্রমটি পরিচালিত করছি।এই কাজে যারা সহায়তা করছেন আমি সেই সকল মানবিক মানুষদের আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি আরো উল্লেখ করেন,অনেকের সাথে এ ভালো কাজে যুক্ত হয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

উল্লেখ্য, মার্ক রায় বাজুয়া, চুনকুড়ির অধিবাসী তবে বর্তমানে তিনি ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন।