কানাইঘাটে সাবেক মেয়র লুৎফুর রহমানই নৌকার মাঝি
আদর্শবার্তা ডেস্ক :
সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান।
বুধবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকার প্রার্থী হিসেবে লুৎফুর রহমানের নাম ঘোষণা করা হয়।
জানা যায়, সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই করার জন্য গত ৩ ডিসেম্বর আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৮ জনকে সমর্থন করেন তৃণমূলের নেতৃবৃন্দ। পরে সভায় ৮ জনেরই নাম কেন্দ্রে পাঠানো হলে লুৎফুর রহমানকে নৌকার প্রার্থী হিসেবে কেন্দ্র থেকে মনোনীত করে।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দানের শেষ তারিখ ১৬ ও ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি বাছাই, প্রত্যাহার ২৬ জানুয়ারি।