প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “বঙ্গবীর ওসমানী”

  |  ০৬:৫৯, ফেব্রুয়ারি ১৬, ২০২১
www.adarshabarta.com

বঙ্গবীর ওসমানী

সুফিয়ান আহমদ চৌধুরী

আপন তিনি সুজন তিনি
কাছ থেকে দেখি
সময় মেনে নিয়ম মেনে
চলতেন সে কি।

কথাতে আর কাজেতে তিনি
দেন নেই ফাঁকি
জীবন যাপনে সহজ সরল
চোখে ছবি আঁকি।

মায়ের মায়া মায়ের ছায়া
মনে ছিলো বাঁধা
চির কুমার ছিলেন তিনি
মন ছিলো সাদা।

সকলে রাখবে মনে ধরে
সকলে যে চিনি
সাহসেতে দেশ জয়ে জয়ী
ওসমানী তিনি।

বঙ্গবীর পরিচয় তাঁর যে
সারা দেশে আছে
আমাদের ভালোবাসায় তিনি
আমাদের কাছে।