বাংলাদেশকে ২৩০ কোটি টাকার সহায়তা দিচ্ছে ইইউ
আদর্শবার্তা ডেস্ক :
সামাজিক নিরাপত্তা খাতে সংস্কারের জন্য বাংলাদেশকে ২৩০ কোটি টাকা (২ কোটি ৪০ লাখ ইউরো) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগিতার অংশ হিসেবে এ অর্থ সহায়তা দেয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল-এনএসএসএস বাজেট বাস্তবায়নে ইইউ এ অর্থ সহায়তা দিচ্ছে। গত বছর বাংলাদেশ সরকার ও ইইউ এর মধ্যে চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এ অর্থ দেয়া হচ্ছে।
ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেন, সামাজিক নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে। করোনাভাইরাস ঝুঁকি মোকাবিলায় জরুরিভাবে জনস্বাস্থ্য খাতেও সহায়তা করতে প্রস্তুত ইইউ।
সুত্র :আরটিভি অনলাইল