শিরোপার স্বপ্ন গুঁড়িয়ে গেল বাংলাদেশের
আদর্শ বার্তা ডেস্ক :
নেপালে ত্রিদেশীয় ফুটবল সিরিজে সহজেই ফাইনালে উঠে বাংলাদেশ। তাই আশা জাগিয়েছিল শিরোপা জয়ের। কিন্তু পারেনি লাল-সবুজের দল। স্বাগতিক নেপালের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ সোমবার সন্ধ্যায় ফাইনালে ২-১ গোলে হারে বাংলাদেশ।
তাই ২১ বছর পর বিদেশের মাটিতে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে জামাল-জুয়েলরা। ১৯৯৯ সালে সাফ গেমস ফুটবলের ফাইনালে এই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামেই নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জুয়েল রানার দল। দীর্ঘদিন পর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।
ম্যাচের ১৮ মিনিটে কর্নার থেকে গোল আদায় করে নেয় নেপাল। জটলা থেকে গোলটি করেন পাঠান সানজগ রাই।
৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেপাল। বিশাল রাই করেন দলের পক্ষে দ্বিতীয় গোল।
বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মাহবুবুর রহমান সুফিল। ৮৩ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার শট থেকে চমৎকার হেডে বল জালে জড়ান তিনি। তবে শেষ দিকে তাঁরা অনেক চেষ্টা করেও পারেনি ম্যাচে ফিরতে।
অবশ্য বাংলাদেশ যে খুব ভালো ফুটবল খেলে ফাইনালে উঠেছে তা বলা যাবে না। কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দলের বিপক্ষে জিতেছে আত্মঘাতী গোলে। আর নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে।
বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান, মেহেদী হাসান মিঠু, রিমন হোসেন, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা, রাকিব হোসেন, মেহেদী হাসান রয়েল, মতিন মিয়া ও সুমন রেজা