আজ মহান মে দিবস
আদর্শবার্তা রিপোর্ট:
মহান মে দিবস আজ। শ্রমিকের অধিকার ও দাবি আদায়ের দিন। আবার মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠা ও শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটারও দিন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি বছর দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি পর্যায়ে নানা আয়োজন থাকলেও এবার করোনার থাবার ভয়ে নেই কোনও আয়োজন। দিবসটির সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। কিন্তু সেসময়ের সরকার আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।