প্রচ্ছদ

১৯ এপ্রিল থেকে ইউরোপে টিকা সরবরাহ করবে জনসন

  |  ১৭:০১, মার্চ ৩১, ২০২১
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি :

জনসন এন্ড জনসন ইউরোপে তাদের একক ডোজের ভ্যাকসিন সরবরাহের কাজ আগামী ১৯ এপ্রিল শুরু করবে। কোম্পানিটি সোমবার এ কথা জানিয়েছে।
গত মার্চের মাঝামাঝি জেএন্ডজের ভ্যাকসিন অনুমোদন দেয় ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা। এর আগে সংস্থাটি ফাইজার/বায়োএনটেক, মর্ডানা ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনেরও অনুমোদন দেয়। এদিকে ২৭ সদস্যভুক্ত ইউরোপীয় ইউনিয়ন জনসনের ২০ কোটি ডোজ টিকার জন্যে এক আদেশপত্রে স্বাক্ষর করেছে। পরে আরো ২০ কোটি ডোজ টিকা নেয়া হতে পারে বলেও আদেশপত্রে উল্লেখ করা হয়।
জনসনের টিকা দুটি ডোজের পরিবর্তে একটি হওয়ায় এটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে সুবিধা।
উল্লেখ্য, করোনায় লন্ডভন্ড ইউরোপীয় দেশগুলোতে ভাইরাস নিয়ন্ত্রণে নতুন করে লকডাউন জারি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ অন্যান্য দেশের তুলনায় ইউরোপে টিকা দান কর্মসূচি অনেক ধীর গতিতে এগোচ্ছে।