প্রচ্ছদ

জেবু নজরুল ইসলাম-এর “তৃষ্ণার্ত ভুবন”

  |  ২১:৩৪, এপ্রিল ০১, ২০২১
www.adarshabarta.com

তৃষ্ণার্ত ভুবন

জেবু নজরুল ইসলাম

আমার হৃদয়ের গোপন গলিতে যখন তোমার
কোমল কমল পদযুগল স্পর্শ করে
বুঝতে পারি তুমি এসেছো আমার মনের আঙ্গিনায়।

আমি তাকিয়ে থাকি অবাক নয়য়ে অথচ মুগ্ধ,
এক মৃদু কম্পন,এক অভূতপূর্ব শিহরণ,
অনুভূত হয় নিরন্তর বুকের অলিন্দে কেবল।
তোমার ধীরলয়ে চলার দৃশ্য টুকু উপভোগ করি আনমনে
নৈঃশব্দ্য প্রহর কাটে চেয়ে চেয়ে
নিশীথের অরুন্ধতীর মতো।

বুকের নিসর্গ উন্মুক্ত করে দেই তোমার জন্য
তবুও তৃপ্তি মেটেনা, মনে হয় সাজাতে পারিনি
হৃদয় নিভৃতে তোমার যোগ্য আসন।

তোমার অরবিন্দ পদযুগল যখন আমার হৃদয়
ছুঁয়ে ছুঁয়ে যায়,কেঁপে কেঁপে উঠে আমার ভূমণ্ডল,
চৈত্রের দুপুরে এক পশলা বৃষ্টির মতো
তৃপ্তির সুখানুভূতি নেমে আসে দুচোখের পাতায়।

স্নিগ্ধ ভোরের মিষ্টি আলোর মতো আমি তোমায়
স্পর্শ করি ধীরে ধীরে,
আর লীন হই আমার দেহের ভেতর তোমার দেহের অস্থিত্বে, তোমার নীলিমা তখন একটু একটু করে
ছেয়ে ফেলে আমার তৃষ্ণার্ত ভুবন।

(কাব্যগ্রন্থ নন্দিত নীলিমা)