রামাদানে প্রতিদিন: দিন ৩
রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস, লাইলাতুল কদরেরমাস , সুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্বি করা, কোরআন স্টাডি করা, বেশি করে তেলায়াত করা।চেষ্টা করা কম করে হলে ও প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা, একটি হাদিস পড়া ও একটি দোয়া শিক্ষা করা।
কোরআন
فَاتَّقُوۡا اللّٰهَ مَا اسۡتَطَعۡتُمۡ وَاسۡمَعُوۡا وَاَطِيۡعُوۡا وَاَنۡفِقُوۡا خَيۡرًا لِّاَنۡفُسِكُمۡؕ وَمَنۡ يُّوۡقَ شُحَّ نَفۡسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ
“তাই যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলো। শোন, আনুগত্য করো এবং নিজেদের সম্পদ ব্যয়করো। এটা তোমাদের জন্যই ভালো। যে মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকলো সেই সফলতালাভ করবে।(৬৪:১৬ )
হাদিস
শাদ্দাদ বিন আওস থেকে ৰর্ণিত রাসুলুল্লাহ (স) বলেছেন–যে ব্যক্তি দিনে ইয়াকিনের সাথেসাইয়েদুল এস্তেগফার পড়ে এবং সন্ধ্যার আগে মারা যায় সে বেহেশতী হবে এবং যে ব্যক্তিইয়াকিনের সাথে রাত্রে তা পড়ে ও সকালের আগে মারা যায় সে ও বেহেশতী হবে l (বুখারি)
দোয়া
رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
“হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তিআমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়াকর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।(২:২৮৬ )
মোহাম্মদ মখলিছুর রহমান
লন্ডন