রামাদানে প্রতিদিন: দিন ১২
রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস, লাইলাতুল কদরের মাস , সুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করা, কোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করা ।চেষ্টা করা কম করে হলে ও প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা, একটি হাদিস পড়া ও একটি দোয়া শিক্ষা করা।
কোরআন
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
“আপনি বলুন, আমাদের কাছে কিছুই পৌঁছবে না, কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন; তিনি আমাদের কার্যনির্বাহক। আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত।”(৯:৫১ )
হাদিস
নবী করিম সঃ বলেছেন :
যে ব্যক্তি ঈমানসহ ও ছওয়াবের আশায় রামাযানের ৱাতে নামাজে দন্ডায়মান হয় , আল্লাহ তার জীবনের সমুস্ত গুনা মাফ করে দেন .(বুখারী )”
দোয়া
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
“হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপনকরছি।(৪৪:১২ )
মোহাম্মদ মখলিছুর রহমান
লন্ডন