প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ১৮

  |  ০৩:০৬, এপ্রিল ৩০, ২০২১
www.adarshabarta.com

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাসসুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

 

কোরআন

 

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا

নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেনএর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করলআল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল।( :৪৮)

 

হাদিস

 

আয়েশা  (রা) থেকে ৰর্ণিত রাসুলুল্লাহ (স)  বলেছেনকোন মুসলমান বিপদগ্রস্ত হলে, আল্লাহএর দ্ধারা তার গুনা মাফ করে দেন, এমনকি একটি কাটা ফুড়লেও । (বুখারি মুসলিম)

 

দোয়া

 

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।(১৪:৪১)

 

মোহাম্মদ মখলিছুর রহমান 
লন্ডন