মরমি কবি ইবরাহীম তশ্না, পর্ব-৪
:: নন্দলাল শর্মা ::
মহানবী (সা.) ও স্মরণে কবি ইবরাহীম তশ্না পঁচিশটি গান রচনা করেছেন। ‘উম্মতের কান্ডারী নবী রহমতের সাগর’; তাঁর রওজা মোবারক জিয়ারত করতে সক্ষম না হওয়ায় কবি আফছোছ করেছেন। তাঁর মনে হয়েছে এজন্য তাঁর জমানা বিফলে গেল।
‘মক্কায় নবীর জন্ম মদিনায় তার সিংহাসন
ওহে মন না করিলায় মদিনার দরশন ।
(গীতি সংখ্যা ৫৬)
কবি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেনঃ
যার অন্তরে জ্বলে অগ্নি এশ্কে মস্তফার
ভয় কীসের তাহার- হায় হায়
পুলছিরাতে হবে পার বরক ও বিজুল্লির মতন। (ঐ)
তিনি মহানবী (সা.)-এর দরগায় এ আরজ জানিয়েছেন যে ‘জামালে আহমদির প্রেমে’ যেন তাঁর মন ব্যাকুল হয়। যার অন্তরে নবী প্রেম নেই তার জীবন অসার। নাছুত, মলাকুত, জবরুত ও লাহুত এই চার মোকামের সাধনায় সিদ্ধি লাভ করতে চান সুফিগণ্য কবি ইবরাহীম তশ্না। এই সাধনায় সিদ্ধপুরুষ ছিলেন বলেই তাঁর পক্ষে উচ্চারণ করা সম্ভবপর হয়েছে:
শয়াল জুড়িয়া দেখ নবীর জামাল
নাছুত মনজিলে আর মলকুতের তারা
মলকুতের আগে দেখিলে আনওয়ার
জবরুত আর লাহুতের পাছে হইব নাজ্জারা
আল্লার জামালে কিবা মোহাম্মদী নূরে
আলয় করিয়াছে জমিন আসমান ছারা
বদরপুর ও নূরপুরে জামালের বাহার
এ মর্ম বুঝিতে পারে দেখিয়াছে যারা
জামালে আহমদীর নূর জগতে হেরিয়া
উদাসী তশ্নার নৌকা লাগিয়াছে কিনারা
(গীতি সংখ্যা ৬৮)
দয়াল নবীর প্রেমে দিলকে ফানা করবার জন্য আহবান জানিয়েছেন ইবরাহীম তশ্না। এতে করে যে ত্রিভুবনের বিপদ-আপদ দূর হবে সে কথা তিনি মনে করিয়ে দিয়েছেন। মদিনা শরিফের ধুলা যাঁর চোখে লেগেছে তিনি মুস্তফার আঙিনায় মলকুতের নুর দেখবেন। এজন্য তাঁর মন মদিনায় রওজা মোবারক দর্শনের জন্য ব্যাকুল। কবি প্রার্থনা করেছেন দয়ার নাথ যেন তাঁকে দয়া করে মদিনায় পৌঁছিয়ে দেন। (চলবে)
লেখক: নন্দলাল শর্মা অধ্যাপক ও গবেষক
তথ্যপঞ্জি
আশরাফ সিদ্দিকী: লোক সাহিত্য হয় খ-, ঢাকা ১৯৯৫
গুরুসদয় দত্ত ও নির্মলেন্দু ভৌমিক সম্পাদিত : শ্রীহট্টের লোকসঙ্গীত, কলিকাতা ১৯৬৬
নন্দলাল শর্মা সম্পাদিত : বাঁশির সুরে অঙ্গ জ্বলে, সিলেট ২০০৭, : মরমী কবি শিতালং শাহ, ঢাকা ২০০৫
মুহম্মদ এনামুল হক : —– সূফী প্রভাব, ঢাকা ২০০৬
সৈয়দ মোস্তফা কামাল : সিলেটের মরমী সাহিত্য, লন্ডন ১৯৯৮
হরেন্দ্র চন্দ্র পাল : পারস্য সাহিত্যের ইতিহাস, কলিকাতা ১৩৬০