প্রচ্ছদ

মো. মনোয়ারুল ইসলাম-এর কবিতা ‘চিরচেনা গাঁয়’

  |  ১৯:১৭, সেপ্টেম্বর ৩০, ২০২১
www.adarshabarta.com

চিরচেনা গাঁয়
মো. মনোয়ারুল ইসলাম

আবার এসেছি ফিরে
ছনে ছাওয়া ছোট নীড়ে
চিরচেনা এই গাঁয়।

যেথা পল্লী বধু কলসি কাঁখে
আলতো পায়ে নদীর বাঁকে
জল ভরিতে যায়।

রৌদ্রদাহে রাখাল ছেলে
বংশী বাজায় আপন তালে
অশ্ব শ্যামল ছায়।

আমি আবার এসেছি ফিরে
বহু শহর গ্রাম ঘুরে
চিরচেনা এই গাঁয়।

নিত্য যেথা সকাল বকেল বেলা
ঝিলের জলে হংসমিথুন খেলা
দেখে নয়ন জুড়ায়।

দস্যি ছেলে রোজ দুপুরে
বনবাদাড়ে বেড়ায় ঘুরে
খেয়াল রাখা দায়।

শহর মানে কৃত্রিম ভালোবাসা
সুখ-শান্তি ইট-পাথরে ঠাসা
লোক ঠকানো যেথা সেথায়।

হয়তো গাঁয়ে বিজলিবাতি নেই
জ্বলবে জোনাক সন্ধ্যে হল যেই
গাঁয়ের মতো শান্তি সুখ
আর পাব কোথায়।

তাইতো আবার ঘুরে ফিরে
এসেছি এই ভাঙ্গা নীড়ে
চিরচেনা গাঁয়।