মিজানুর রহমানের কবিতা “হৃদয়ে কানাইঘাট”
প্রকাশিত হয়েছে | ১২:৩৯, জুন ০১, ২০২২
www.adarshabarta.com
“হৃদয়ে কানাইঘাট”
মিজানুর রহমান
বুকের পাঁজরে যাকে আগলে রাখি
মা কেংগারোর মতো।
বেকুল হয়ে মন ছুটে যায় যার কাছে
হরিণ স্বাবকের মতো।
দুর্জয় দুর্দিনে যার পাশে থাকি
আমি সিংহের মতো।
তোর সূর্যসন্তান গুলো মাথা তুলে দাঁড়ায়
যুদ্ধ জয়ী অশ্বের মতো।
দুনিয়ার প্রতিটি কোনায় ছড়িয়ে আছে তারা
আকাশের দ্রুব তারার মতো।
তোর সৌন্দর্যে চোখ আটকে থাকে
নীল আকাশের শিকারী চিলের মতো।
অপরূপ এ সৌন্দর্য যে দিয়েছে তোকে
তাকে শ্রদ্ধা জানাই কৃতজ্ঞের মতো।
২৭/০৫/২০২২
লন্ডন