জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম
প্রকাশিত হয়েছে | ১৫:৪৬, আগস্ট ২৩, ২০২২
www.adarshabarta.com
আদর্শবার্তা ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সর্বোচ্চ ১৫০ আসনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ষষ্ঠতম কমিশন বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি জানান, এখন ইসির কাছে ১ লাখ ৫০ হাজার ইভিএম আছে। তা দিয়ে ৭৫টি আসনে ভোট করা যাবে। ১৫০ আসনে ইভিএমে ভোট করতে হলে আরও ইভিএম কেনা লাগবে।
এ সময় তিনি গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন ও ৬১টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। (আরটিভি নিউজ)