শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘অভিনন্দন’
প্রকাশিত হয়েছে | ০৯:০৪, সেপ্টেম্বর ০৬, ২০২২
www.adarshabarta.com
অভিনন্দন
(লিজ ট্রাসকে)
-শিহাবুজ্জামান কামাল
কনজারভেটিভ লীডার পদে
হলো ইলেকশন
বিপুল ভোটে লিজ ট্রাস
দলের প্রধান হন।
প্রধান মন্ত্রীর পদটাও জানি
এলো তারই হাতে
পরামর্শ করবেন এখন
দলের সবার সাথে।
অবশেষে প্রধান মন্ত্রী
হলেন লিজ ট্রাস
তাঁকে ঘিরে দলের ভেতর
আনন্দ উল্লাস।
লিজ ট্রাস চালাবেন দেশ
ক্ষমতা তাঁর হাতে
গ্রেট ব্রিটেনকে এগিয়ে নিবেন
উন্নয়নের পথে।
পথ চলা হোক শুভ তোমার
জাতীর প্রত্যাশা
তোমায় জানাই অভিনন্দন
প্রীতি শুভেচ্ছা।
লন্ডন। ৫ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি