প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘ব্রিটেনের রাণী’

  |  ২০:৩৫, সেপ্টেম্বর ০৯, ২০২২
www.adarshabarta.com

‘ব্রিটেনের রাণী’
শিহাবুজ্জামান কামাল

অকস্মাৎ চলে গেলেন
ব্রিটেনের রাণী
বিদায়ে শোক নামে
সর্বত্র জানি।

সত্তর বছর ছিলেন
নিজ সিংহাসনে
শ্রদ্ধা সম্মান জানায়
দেশের জনগনে।

গৌরবের স্বাক্ষর রাখে
তাঁর শ্বাসনামল
দেশ গড়ার কাজে রাণীর
ছিল মনোবল।

মানবতার তরে রাণী
করে গেছেন কাজ
উপকৃত হয়েছিল
জাতি ও সমাজ।

রেখে গেলেন রাণী তাঁর
হাজারো স্মৃতি
বণাঢ‍্য জীবনের
সব হলো ইতি।

প্রিন্স চার্লসের হাতে এলো
রাজ‍্যের ভার
পথ চলা আগামীর
শুভ হোক তাঁর।

লন্ডন, ৯ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি