প্রচ্ছদ

অকেয়া হক জেবু-এর কবিতা ‘ঋতুর রানি শরৎ’

  |  ১৪:২৪, সেপ্টেম্বর ২৯, ২০২২
www.adarshabarta.com

ঋতুর রানি শরৎ

-অকেয়া হক জেবু

শুভ্র মেঘের ভেলায় চড়ে
ঋতুর রাণী শরৎ আসে এই ধরত্রীতে,
শরৎ রাণী আবিভূত হওয়ায়-
নির্মিয়মান প্রকৃতি ফুলের ঢালি সাজিয়ে আসে ঋতুর রাণী শরতকে বরন করে নিতে।
বিলে ঝিলে ফুটে শাপলা শালুক
আর বাহারি রজনের ফুল,
শুভ্র কাশফুল দক্ষিনা বাতাসে
খেয়ে যায় নিজ বনে দোল।
পিঠেপুলি আর পাকা তালের গন্ধ
ভেসে আসে শরতের সমীরনে,
শরতের আগমনে রূপ-বৈচিত্র আসে-
ষড়ঋতুর পুষ্প কাননে।
শেফালি ফুলের গন্ধ আর হালকা শিশিরে
ভিজে যায় শিউলি গাছের তল,
আকাশের উজ্জল নিলিমার
প্রান্ত ছুয়ে যায় পাক-পাখালির দল।
রবির নির্মম আলোয় আমনের কঁচি ডগায়
বুলিয়ে দেয় সোনালি পরশ,
আমোদ প্রমোদে ভরে যায় হিয়া
নির্মিত হয় পাকা তালের রস।
অকূল দরিয়ায় দারের টানে
মাঝিমাল্লা গায় ভাটিয়ালি গান,
শরতের মেঘমুক্ত জোস্নারাত
আকৃষ্ট করে সবার দেহ,মন,প্রান।
এই ভাবেই শুভ্র মেঘের ভেলায় চড়ে-
আসে ঋতুর রানি শরৎ
ঋতুর পালাবর্তনের পরিক্রমায়
বিদায় নেয় শরৎ রাণীর রথ।

(এডভোকেট অকেয়া হক জেবু, হবিগঞ্জ জজকোর্ট)