সপরিবারে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি
আদর্শবার্তা ডেস্ক :
সপরিবারে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) রাতে বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
রাত সাড়ে আটটার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বঙ্গভবনে ওঠার পর রাষ্ট্রপতি কিছু দাপ্তরিক কাজও সম্পন্ন করেন।
এর আগে সকালে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের পর পরই দায়িত্ব গ্রহণ করেন তিনি।
বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ গ্রহণের পর পরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে চেয়ার ছেড়ে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন তারা ।
গত ১৩ ফেব্রুয়ারি ৭৩ বছর বয়সী মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
দুপুরে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে রাজসিক বিদায়ী সংবর্ধণা দেওয়া হয়। বিদায়ী সংবর্ধণার পর দুপুরে আবদুল হামিদ বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জের নিজের বাড়িতে ওঠেন।