মানবতায় অব্যাহত প্রচেষ্টায় ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন
মার্ক রায়, তুলুজ- ফ্রান্স:
ভয়াবহ করোনায় মৃত্যুর মিছিলে যখন লোকের সংখ্যা বাড়ছে, মানুষ যখন ক্ষুধার সমস্যায় ভুগছে, ঠিক তখনই -“European Bangladesh Christian Association”- মানবতার হাত বাড়ালো বাংলাদেশে। ইউরোপে বসবাসরত হৃদয়বান প্রবাসীরা বিবেকের দায়বদ্ধতা থেকেই ক্ষুধার্থ মানুষদের সাহায্য করে যাচ্ছে। তাদের গঠনকৃত “ভালবাসি বাংলাদেশ”- covid-19 প্রকল্পের কো-অর্ডিনেটর Pastor James Jipu Roy এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোপালগঞ্জে 50 টি পরিবারের ক্ষুধার্ত মানুষকে উপহার সামগ্রী প্রদান করা হয়। কোটালীপাড়ার কান্দি গ্রামের ক্ষুধার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী প্রদানে সহযোগিতা করেছে প্রচারক তপন সরকার ও গাব্রিয়েল মৃধা। অতঃপর সাহায্য করা হয় শুয়াগ্রামে। এই গ্রামে উপহার প্রদানের সাহায্য করে ডেভিড রায় নিপু ও প্রচারক যোহন বালা। বাংলাদেশের কো-অর্ডিনেটর পাষ্টর জেমস জিপু রয় বলেন আমরা ক্ষুধার্ত, অসহায় মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে পেরে সত্যিই নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। তিনি কৃতজ্ঞতা জানান প্রবাসী ভাই বোনদের যারা এই অর্থের যোগান দিয়েছেন।
প্রতিবেদক এর সাথে আলাপ করে European Banglades Christian Association এর কো-অর্ডিনেটর Mark Ray জানান যে, আমরা ইতিমধ্যেই বাংলাদেশের কুড়িগ্রাম, যশোর, সাতক্ষীরা গ্রাম অঞ্চলে এবং ঢাকা মিরপুরে মোট 250 টি ক্ষুদার্থ পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। ইউরোপের বিভিন্ন দেশ সহ অন্যান্য দেশে বসবাসরত হৃদয়বান প্রবাসীরা আমরা একত্রে মিলে অসহায় ক্ষুধার্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি বিশেষভাবে আবেদন জানান আসুন আমরা সকলে মিলে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াই। ওরাও মানুষ, ওদেরও ন্যূনতম খেয়ে বেঁচে থাকার অধিকার আছে। আসুন আমরা একটু মানবিক হই।