প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘ভাবনা’

  |  ১৫:২৬, জুলাই ১১, ২০২৪
www.adarshabarta.com

শিহাবুজ্জামান কামাল:

 

কষ্টে বাড়ে বুকের ব‍্যথা

কান্নায় উপশম

থমকে যাবে সকল কিছু

ফুরিয়ে গেলে দম।

 

সুখের আশায় কত কিছু

অধিক চাওয়া পাওয়া

নিঃশ্বাসের ও নেই বিশ্বাস

শুধু  আসা যাওয়া।

 

সীমিত এই জীবনটাকে

আগলে রাখা যায়না

তবু কেন ক্ষমতা লোভ

হরেক রকম বায়না।

 

স্মৃতির পাতায় জং ধরেছে

হচ্ছে জানি ক্ষয়

সোনালী সেইদিন গুলো আর

ফিরে পাবার নয়।

 

পরকালে কঠিন হবে

প্রভুর আদালত

সকল কাজের হিসেব দিতে

কার আছে হিম্মত!

 

একলা বসে ভাবি যখন

নিজের পাপ আর পূণ্য

প্রভুর প্রিয় মানুষ যাঁরা

তাঁদের জীবন  ধন‍্য।

 

লন্ডন: ৯জুলাই ২০২৪ইং