প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘বিরহ’

  |  ১৪:৪২, ডিসেম্বর ২৫, ২০২৪
www.adarshabarta.com

‘বিরহ’

শিহাবুজ্জামান কামাল

(প্রিয় মুজিবুর রহমান ভাইয়ের ছেলের মৃত্যুতে লেখা)

“”””””””””””””””

মাহফুজ তুমি চলে গেলে

ভীষণ কষ্ট বুকে

তাঁর  বিরহে আত্মা কাঁদে

সময় কাটে শোকে।

 

যার চলে যায় সেই বুঝে

হারানোর সেই ব‍্যথা

চাপা থাকে হৃদয় পটে

না বলা সব কথা।

 

সুখের মাঝে সহসা যে

ভাসে করুণ  সুর

প্রিয় মানুষ সব ছেড়ে যায়

হারায় অচিনপুর।

 

নিয়তির এই কঠিন নিয়ম

ভাবতে লাগে ভয়

তবুও মোদের সম্মুখ পানে

এগিয়ে যেতে হয়।

 

ক্ষমা কর প্রিয়জনদের

রাহিম ও রহমান

তোমার কৃপায় তাঁদের দিও

জান্নাতে যে স্থান।

 

লন্ডন: ২২শে ডিসেম্বর ২০২৪ইং