লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার আতিক’র সাথে প্যারিসে মতবিনিময়
লন্ডনে বসবাসরত সিলেটের কানাইঘাট উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমানের ফ্রান্স আগমন উপলক্ষে বুধবার (৯ আগস্ট ২০১৭) প্যারিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । স্হানীয় গারে দ্যু নর্দের একটি রেস্টুরেন্টে ফ্রান্সে বসবাসরত কানাইঘাটের প্রবাসীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্যারিসের কমিউনিটি ব্যক্তিত্ব জালাল খান – এর সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম – এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি হারিছ উদ্দিন, সাংবাদিক আবু তাহির , আওলাদ হোসেইন , সমসু মিয়া , আবু সাইদ , শরীফ আহমদ , কুতুব উদ্দিন , ইয়াহইয়া, সালেহ আহমদ, মামুনুর রশীদ , তোফায়েল আহমদ, জামিল রহমান সহ প্রবাসীরা ।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান তার বক্তব্যে বলেন, লন্ডনের মতো ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি দিন দিন এগিয়ে যাচ্ছে । ইউরোপে বাংলাদেশ কমিউনিটি বৃদ্ধির সাথেই বেড়ে যাবে বাংলাদেশের সুনাম । তিনি আগামী প্রজন্মকে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করার জন্য সব সংগঠনকেই কাজ করার আহবান জানান ।