প্রচ্ছদ

এবিএম সালেহ উদ্দীন-এর কবিতা

  |  ১৩:২৯, মে ১৩, ২০২০
www.adarshabarta.com

‘সাদা কবুতর’

এবিএম সালেহ উদ্দীন

(মহীয়সী মমতাজ হুসনেআরা শ্রদ্ধাষ্পদেষু)

প্রতিদিনকার চলার মাঝে
ব্যাকুল কুয়াশায় অসুখের পূর্বাভাস !
দিনের পর রাত আসে-
রাত্রির আঁধারে হারিয়ে যায় রাত্রি ।
যদিও
কোন কোন শেষরাতের স্নিগ্ধ বাতাস
নি:সংশয়ে মুগ্ধতার কথা বলে ।
হৃদয়ের পুষ্পালোকে নক্ষত্রের অপার নীলিমা
নিদ্রাচ্ছন্ন মোহনীয় নম্রতায় বাজে বিদায়ের কন্ঠস্বর
রাতের প্রহরায় সপ্তাকাশের সুরধ্বনিতে যোগ হয়
সৌভাগ্যের নিমীলন শোভাযাত্রা
জায়নামাজে নেমে আসে অজস্র তারকা
ফিরে যাওয়ার নিটোল আয়োজনে সাড়া দিয়ে
তিনি চলে যান অনন্ত অভিসারে…
অথচ
কতজনের কত স্বপ্ন জীর্ণ হয়ে ঝরে যায়
সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকে
নিত্য আর্তনাদে
কিছু মানুষ,কিছু হাহাকার আকুল হয়ে কাঁদে ।
শুক্রবারের বিনীত শুভ্রতায়
সাদা চাদরের আলোকিত সরোবরে ঝংকৃত ধরণী
হাওয়ায় হাওয়ায় সঙ্গীতময় সন্ধ্যার নিবিষ্ট মগ্নতায়
তিনি যখন শায়িত হ’লেন
তখনই
একজোড়া সাদা কবুতর উড়ে গেল আকাশে
—ইথার যোগে
স্মৃতিকণার সমূহ কান্নাগুলো হাবুডুবু খেয়ে
মিলিয়ে গেল বিষাদের দরিয়ায়…