সাইফুর রহমান কায়েস-এর কবিতা
প্রকাশিত হয়েছে | ২০:১৯, মে ১৫, ২০২০
www.adarshabarta.com
আমার একেলা হবার রোজনামচা
সাইফুর রহমান কায়েস
সব তারাই যদি থাকে দিনের আলোর গভীরে
তবে আঘাত দেয়া দু:খগুলি কেনো যে প্রতিবারেই আসে ফিরে
তারাজ্বলা দু:খের গভীরে সুখগুলি কেনো যায় হারিয়ে
থুড়ির নাচন অলোক কেতন আজ কোন বন্দরে দেয় ভিড়িয়ে
আমার সেই একলা চলার একলা বলার একলা হবার দিনগুলিতে যে নিলো মুখ ফিরিয়ে
বিন্দাস আমি বৃথাই খুঁজি তারে তাড়িয়ে তাড়িয়ে