প্রচ্ছদ

এবিএম সালেহ উদ্দীন-এর কবিতা

  |  ২১:১৯, মে ১৫, ২০২০
www.adarshabarta.com

আলোর প্রদীপ

এবিএম সালেহ উদ্দীন

আমি যখন ঘুমিয়ে পড়ি
মনের মুকুরে ঘুমায় দুইজন ।
যখন নড়াচড়া করি,শুনি তাঁদের গুন্জরণ
অরণ্যের নিশীথ আঁধারে
মাঝে মাঝে দেখা পাই ।
কখনো
শিশিরমাখা ভোরের আলোয়
শরতের নীল জ্যোৎস্নায়;সুবাসিত হেমন্ত সন্ধ্যায়
হাওয়ায় হাওয়ায় বসন্তের মলয় বাতায়নে
বর্ষার রং-ধনুর সাথে আমি তাঁদের অবলোকন করি
মাঝে মাঝে
ওঁরা দোলা দেয় বাতাসের নীল কল্লোলে…
উত্তর থেকে দক্ষিনে-পূর্ব থেকে পশ্চিমে
সবদিককেই বিপুল ছবির ছড়াছড়ি ।
হৃদয়ের আঙিনায় চলতে থাকে
সেইসব ছবির আলাপ-চারিতা
আমি মুগ্ধনয়নে অবাক হয়ে চেয়ে থাকি
সৌভাগ্যের মাধুর্যে চমকিত হয়ে ওঠে আপন নিলয়
যখন
সুরের বীণায় বেজে ওঠে মোহনীয় কন্ঠস্বর
আমি নীরবে শুনতে থাকি নির্জন মগ্নতায়
পায়ে পায়ে আলোর প্রদীপ হাতে নিয়ে
দুই কাঁধের দুই ফেরেস্তার মতো
ওঁরা আমাকে পাহারা দেয় ।
সময়ের অতল থেকে
নীরব শূন্যতায় নিশ্চিতে আমি বুঝতে পারি
এই তো আমার বাবা
এই তো আমার মা…