প্রচ্ছদ

করোনায় মৃত্যুর চাইতে না খেয়ে মৃত্যুর মিছিল বেড়ে যাবে বাংলাদেশে!

  |  ০৬:৫৭, মে ১৬, ২০২০
www.adarshabarta.com

হাকিকুল ইসলাম খোকন

ছোটবেলার একজন ইতালি প্রবাসী বন্ধুর সাথে কথা হচ্ছিলো।
করোনা পরিস্থিতিতে বাংলাদেশের এই পরিস্থিতির সাথে ইতালির বর্তমান পরিস্থিতির সামঞ্জস্যতা এবং বিভিন্ন দিক নিয়ে।
বন্ধুটি শুরুতেই এইভাবে কথা গুলো বলতে শুরু করলো যে বাংলাদেশ বা নিজ জন্মভূমির প্রতি অগাধ ভালোবাসা নিয়েই।
“আমরা ইতালিয়ানরা এই পরিস্থিতিতে মৃতের সংখ্যাধিক্য বেশি হওয়া সত্বেও আমাদের যে ফ্যাসিলিটিজ গুলো পাচ্ছি। তাতেই আমরা বুঝতেই পারছিনা আমাদের কোনো কষ্ট হচ্ছে! ঘুম থেকে উঠেই দরজার সামনে সপ্তাহের খাবার চাল ডাল নুন সহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য গুলো রেখে যাচ্ছে পরিবারের সদস্য সংখ্যা হিসেবে। মিউনিসিপালিটির তথ্যতেই আছে কোন পরিবারে কতজন সদস্য।
আবার মার্কেট গুলোতে ঢুকতেই সেন্সর করা সব দরজা বা হাতল কিছুতেই হাত দিতে হয়না
গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটেশন গুলো রাখা আছে মার্কেটে ঢোকার আগে। জিনিসত্রের দাম কমে পাঁচভাগের এক ভাগে নেমে এসেছে।

অপরদিকে বাংলাদেশের খবরের তথ্য দেখে মন খারাপ করে বলছে তোদের এইখানে তো পুরোটাই উল্টো। আবার কিছু অসাধু ব্যাবসায়ী অমানুষ আছে তারা এই দূর্যোগের সময়ও ত্রাণ চুরি হতে জিনিসপত্রে দাম কয়েকগুণ বাড়িয়ে দেয়। ভোগ্যপণ্য মজুদ করে কৃত্রিম ক্রাইসিস বাড়িয়ে দেয়।

এই যে গার্মেন্টস এ এত লোকজন নিম্ন আয়ের মানুষ তাদের যে কি অবস্থা. … কাজ না করে খাবে কি? সরকার কয়জনকে সাহায্য করবে! রিকশা ভ্যান চালক, নির্মাণ শ্রমিক এদের সংসার কিভাবে চলবে! করোনায় মৃত্যুর চাইতে না খেয়ে মৃত্যুর মিছিল বেড়ে যাবে!
যেখানে পুরো ইতালি জুড়ে ছয় কোটি লোক আর এই ছোট আয়তনের দেশে আমাদের বিশ কোটির উপরে লোকসংখ্যা! তারপরও আমাদের দেশের সরকার প্রথম থেকেই তার সাধ্যমতো জনগণকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এসেছে।

লেখক: সিনিয়র সাংবাদিক, এডিটর বাপসনিউজ,আমেরিকা।