সাইফুর রহমান কায়েস এর কবিতা
প্রকাশিত হয়েছে | ২১:৪৯, মে ১৭, ২০২০
www.adarshabarta.com
লকডাউনের রোজনামচা
সাইফুর রহমান কায়েস
এই বাষট্টি দিনে আমি
কারো অঙ্গুলি স্পর্শ করিনি
এই বাষট্টি দিনে আমি
নিজেকে সাংসারিক
কোনো রুটিনের মধ্যে
বেধে রাখিনি
এই বাষট্টি দিনের
রোজনামচা কোথাও লিখে রাখিনি
এই বাষট্টি দিনে আমি
সকল নিয়মকে ভেঙ্গেচুরে
নিয়মের মধ্যে নিয়ে এসেছি
এই বাষট্টি দিনে আমি
তোমার চুলে বিলি কাটতে
ভুলে গিয়েছি
এই বাষট্টি দিনে একলা
চলার একলা হবার
তসবিহ পাঠ করেছি
এই বাষট্টি দিনে অলোক
আলোকবর্ষ পাড়ি দিতে চেয়েছি
এই বাষট্টি দিনে দূরত্ব
ঘুচিয়ে নিতে চেষ্টা করেছি
কিন্তু ততোদিনে তুনি
আমার থেকে অনেক দূরে
সরে গেছো
সামাজিক দূরত্বের
মারপ্যাঁচ না বুঝে