সুফিয়ান আহমদ চৌধুরী-এর *সময়ের ছড়া*
প্রকাশিত হয়েছে | ২২:৩৬, মে ১৭, ২০২০
www.adarshabarta.com
নেইতো খুশি নেইতো হাসি
সুফিয়ান আহমদ চৌধুরী
থমকে গেছে জীবন চাকা
থমকে গেছে বিশ্ব,
করোনা আনে মরণ ছোবল
বিশ্বটা হয় নিঃস্ব।
ঘরের মাঝে বন্দি জীবন
কাটছে কত দুখে,
নেইতো খুশি নেইতো হাসি
রোজটা কালো মুখে।
কেমন করে বাঁচবে জীবন
পথটা খুঁজে খুব,
বিশ্বটা জুড়ে ভাবনা বাড়ে
ভাবনা মনে ডুব।
ওলট পালট করে বিশ্ব
করোনা রোগ কী যে,
নিরব হয় বিশ্বটা সারা
চোখটা শোকে ভিজে।
নিউইয়র্ক, আমেরিকা
১৫ মে ২০২০।