প্রচ্ছদ

ঈদের শুভেচ্ছা, মিনতি

  |  ১২:২৭, মে ২৪, ২০২০
www.adarshabarta.com

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আদর্শ বার্তা (পরিক্ষামুলক প্রচার) নিউজ পোর্টালের সকল পাঠক, শুভানুধ্যায়ী সহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

“এবারের ঈদে শুধুই প্রার্থনা, দূর হোক মহামারী করোনা।”

ঈ দ মো বা র ক ।

আদর্শ বার্তার যাত্রা লগ্নে, খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের সাড়া নিশ্চয়ই অনুপ্রেরণা যুগিয়েছে। ইতিমধ্যে যাঁদের মুল্যবান পরামর্শ, মতামত, লেখা পেয়েছি। সেইসব প্রিয়জনদের কাছে রইলাম কৃতজ্ঞ হয়ে। ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না! সত্যিই আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। আমি অভিভূত।
মিনতি করেই বলছি, আগামীর পথ চলায় এভাবেই থাকবেন উদার ভালোবাসা নিয়ে আদর্শ বার্তা এর সাথে।
কথা দিলাম থাকবো “সুসংবাদ প্রচারে, শান্তির অন্বেষণে।” ইনশা আল্লাহ।

সম্পাদক