প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

  |  ১০:১৪, মে ২৮, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির (নিউ জার্সি) আমেরিকা থেকে :

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। বিশ্বের অন্য সব দেশের চেয়ে এই প্রাণহানি বেশি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। এর পর ৫০ দিনে রোগীর সংখ্যা ১ হাজার ছাড়ায়। এরপরই শুরু হয় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি। সর্বশেষ যুক্তরাষ্ট্রে কোভিড–১৯ এ আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯০ হাজার মানুষ। যা বিশ্বের মোট সংক্রমিত মানুষের ৩০ শতাংশ। মেরিল্যান্ডের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার রাত পর্যন্ত কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৭৬ জন।কেবল গতকাল মারা গেছেন ১ হাজার ৪০১ জনে। সবশেষ এই ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে সংক্রমণের সংখ্যা। এর আগে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা কমে আসছিল। তা ৭০০ জনের নিচে ছিল।