বিক্ষোভ অগ্নি সংযোগ অব্যাহত যুক্তরাষ্ট্রে
মোঃ নাসির, (নিউ জার্সি) আমেরিকা থেকে :
যুক্তরাষ্ট্রে অগ্নি সংযোগ ও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন শহরে জনগণ সরকারি নিষেধাজ্ঞা, কারফিউ কিছুই মানছেন না। মিনিয়াপোলিসের প্রতিবাদকারীরা রাত্রিকালীন কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রাখেন।। ব্যাঙ্ক, গ্যাস স্টেশন ও পোস্ট অফিস তাদের হামলার মুখে পড়ে। অনেক জায়গাতে বিক্ষোভ ধ্বংসাত্মক আকার ধারণ করে। মিনিয়াপোলিসে দ্বিতীয় মহাযুদ্ধের পর সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
নিউ ইয়র্কে বিক্ষোভকারীরা ব্রূক্লিন ব্রিজ অবরোধ করে রাখে এবং শনিবার সন্ধ্যা নাগাদ বহু গাড়ি জ্বলতে দেখা যায়। সল্ট লেক সিটিতে বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হিউস্টনে ২০০ প্রতিবাদকারীদের গ্রেফতার করা হয়েছে।
ওদিকে যে পুলিশ অফিসার পা দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে ধরেছিলেন, তাকে হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে।