প্রচ্ছদ

পুজা চক্রবর্তী কম্পিউটার সাইন্স বিজ্ঞানী হতে চায়

  |  ১৯:৩১, মে ৩১, ২০২০
www.adarshabarta.com

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :

ময়মনসিংহ বোর্ড এর আওতাধীন বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যলয়ের দিবা শাখার ছাত্রী ও ময়মনসিংহের বিশিষ্ট সংগীত শিল্পী শেলী চন্দ এর কন্যা পুজা চক্রবর্তী ২০২০ সনে এসএসসি পরিক্ষায় গোল্ডেন জিপিএ -৫ পেয়েছে। এসএসসি পরিক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে পুজা চক্রবর্তী ১২০৬ নম্বর পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেছে। তার পিতা ডাঃ পিযুষ কুমার চক্রবর্তী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার ও মাতা শেলী চন্দ বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ছিলেন। পুজা চক্রবর্তী কম্পিউটার সাইন্স বিজ্ঞানী হতে চায়। সে সকলের দোয়া ও আর্শীবাদ চায়। পুজা চক্রবর্তী জানায়, আমি টেকনোলজি এবং এর সঠিক ও কার্যকরী ব্যবহারের মাধ্যমে দেশকে একটি সুশিক্ষিত ও স্বশিক্ষিত প্রজন্ম উপহার দিতে চাই, তাই সেই উদ্দেশ্যে আমি ভবিষ্যতে কম্পিউটার সাইন্স বিষয়ে পড়াশোনা করতে চাই এবং দেশের মঙ্গলের স্বার্থে কোনো উদ্ভাবনী কাজ করতে চাই, যা দেশ ও দেশের সকল স্তরের মানুষের জীবন যাত্রার মানে আমুল পরিবর্তন আনে। দেশের কোনো শিশু যেনো সুশিক্ষা থেকে থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে চাই।