প্রচ্ছদ

করোনায় বিএনপি নেতা হাসানের মৃত্যু

  |  ০৭:২৯, জুন ০৮, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান (৫৫) মারা গেছেন। আজ রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, আহসান উল্লাহ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আজ বেলা সোয়া দুইটার দিকে ভর্তি হন। রাত পৌনে নয়টায় তিনি মারা যান। বিএনপি এই নেতার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শায়রুল জানান, আহসান উল্লাহর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।