প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা

  |  ০৭:৫১, জুন ০৮, ২০২০
www.adarshabarta.com

দুদোল দোল

মিজানুর রহমান মিজান

শিশু তুমি বাগানের সদ্য ফুটা ফুল
মা-বাবার কোলে আদরে দুলছো
দুদোল দোল।।
বড় হয়ে অর্জিবে ছড়াবে সুঘ্রাণ
গন্ধে ব্যাকুল পাড়া পড়শি
বিমোহিত প্রাণ
বসন্তে কোকিলের কুহুতানে যেমন
আকুল।।
আসা-যাওয়া এ ভুবনে ক্ষণিক
সময় অবস্থান
তবে কেন লোভহিংসায় মত্ত হবে,
হবে বলিদান
সোনার ফসল পেয়ে যেমন কৃষক
আনন্দে বেভুল।।
ভাববে যখন পাবে তখন তুমি
কষ্টের ধন
কোন পরাণে দেবে ব্যথা
মাতাপিতার মন
নদী বয়ে চলে দিয়ে যায় ভাসায়ে
দু’কূল।।

(এই কবিতাটি লেখার তারিখ ৩১/৫/১৮ খ্রি:)