প্রচ্ছদ

পারভেজ রশীদ মঙ্গল-এর কবিতা

  |  ০৭:৫৪, জুন ০৮, ২০২০
www.adarshabarta.com

ধূমপান

পারভেজ রশীদ মঙ্গল

চোখে দেখে ধোঁয়া ধোঁয়া
প্রাণ চায় কাশতে
পায়ু পথে বায়ু বয়
হাসতে না হাসতে।

যত পায় তত খায়
জাহিরে ও গোপনে
বাজি ধরে রাজি হয়
ছোঁবে না সে স্বপনে।

ছেলেমেয়ে সবে কয়
ছেড়ে দাও এ জিনিস
রেগে বলে উস্তার
কও মোরে কে চিনিস?

আমি তারে ছেড়ে দিছি
সে তো মোরে ছাড়ে না
ধূমপান এতো নেশা
কার প্রাণ কাড়ে না।