সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা
আমার ছোটবেলা
সুফিয়ান আহমদ চৌধুরী
আমার ছোটবেলা পড়ছে মনে ভীষন মনে
কী যে
সবার মায়া আর আদরেতে বেড়ে উঠা
এই নিজে।
পাঠশালা আর ইশকুল জীবনের স্মৃতি
গাঁথা সে দিন
আজও বাজে রিনি ঝিনি,বাজে কত মিষ্টি
মধুর বীণ।
পড়ালেখা আর খেলাধূলায় ছুটোছুটি
আনন্দ প্রীতি
সাথীদের নিয়ে মেতে থাকার কত রঙিন
জীবন স্মৃতি।
আমার ছোটবেলা আজও টানে সেই দিন
টানে কত
মনে ভীড় করে বেড়ে ওঠার দিনগুলো স্বপ্ন অবিরত।
পড়ছে মনে বাবা মা আর ভাই বোনের কত মায়া মিষ্টি
স্মৃতির বেলা শিশু- কিশোর বেলা কাড়ে
আজও দিষ্টি।
পড়ছে মনে জড়িয়ে পড়ার লেখালেখির
সেই দিন- লগ্ন
সংগঠন,সংকলন আর সাথীদের নিয়ে
জীবন রঙে মগ্ন।
জীবন মিছিল নিয়ে চলার পথ শুরু ইশকুল জীবনে হয়
এভাবে এগিয়ে চলার দিন সিঁড়ি ভেঙ্গে কি
নির্ভয়ে জয়।