মিজানুর রহমান মিজান-এর কবিতা
প্রকাশিত হয়েছে | ১১:২৯, জুন ০৯, ২০২০
www.adarshabarta.com
আকাশ
মিজানুর রহমান মিজান
পাখি উড়ে আকাশে
মন চলে বাতাসে
সব বন্দী রঙ্গিন চশমায়।
জীবন কচু পাতার পানি
যতই ঝরুক বৃষ্টির পানি
ছোঁয়া লাগে না একটুখানি
ভেবে বল কথা।
আকাশ বিরাট ও বিশাল
উদারতায় নাই সকাল বিকাল
মেঘের সাজে ঘটায় জঞ্জাল
এখানেই সকল ব্যথা।
একদিনের রোগে পড়ে
দেখ তুমি মন বিচারে
স্মরণ থাকে না ভবের বাজারে
আল্লাহ নাম সার কথা।
(মিজানুর রহমান মিজান, সম্পাদক, দীপ্তি)