প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা

  |  ১৮:২২, জুন ১৩, ২০২০
www.adarshabarta.com

আছে হাতে গুণন

মিজানুর রহমান মিজান

কতজনকে ভাবলে আপন, দিতে
রাজি সকল বিসর্জন

সময়ে পেলে না মন, কেহ নয়
মায়ের মতন।।

হলে বৃদ্ধ সমতুল, মা ভাবে খোকা
তুল

এলে বাহির থেকে ভাবে ফুল,
মুখপানে লক্ষ্য মায়ের যাদুধন।।

অবেলায় ও মায় না খেয়ে, থাকে
পথ পানে চেয়ে

উঠার শক্তি নাহি গায়ে,তবুও
সন্তানের তরে ঢালে মন।।

একটি সদায় হলে ভুল, বউ এ
বাঁধায় মহাগন্ডগোল

প্রাণ যাবে দিতে মাশুল, ফুরাবে
না তার জ্বালার কথন।।

চিরকাল সম আদর মায়ের, ফল
পাকিলে প্রাপ্তি ফুরায় গাছের

নি:শেষ হয় না ভালবাসা মায়ের,
মুল্যহীন আদর যতন।।

মায়ের জন্য নিলে কিছু, পিছনে
ঘুরে ছাড়ে না পিছু

একটা অংশ নেরে বাচু,
নাতি নাতনি ছেড়ে অতৃপ্ত মন।।

বউয়ের নীতি নেবে দেবে না,
তারপর ও সাধপুরে না,

স্বার্থহীন বউ আছে কজনা, সংখ্যা
তত্ত্বে আছে হাতে গুণন।।

(১৩/৬/২০ জয়নগরের কুঠির হতে)।