অনেক গুরুত্বপূর্ণ বিধিনিষেধ তুলে নিচ্ছে ফ্রান্স
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে জারি করা বেশ কিছু বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার থেকে দেশটিতে খুলছে ক্যাফে ও রেস্তোরাঁ। মিলছে ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণের অনুমতি।
পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে দেখা করতে বৃদ্ধাশ্রমেও যেতে পারবেন ফরাসিরা। হাই স্কুল বাদে অন্যান্য স্কুল খুলবে আগামী ২২ জুন থেকে। ফ্রান্সের পাশাপাশি বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ডসহ ইউরোপের অন্যান্য অনেক দেশই আজ সোমবার থেকে তাদের সীমান্ত খুলে দিচ্ছে।
এক টেলিভিশন বক্তৃতায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স ‘প্রথম বিজয়’ অর্জন করেছে। তবে করোনাভাইরাস আবারও আঘাত হানতে পারে বলে সতর্ক করেন তিনি।
ফ্রান্সে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ৬৭ হাজার ২২০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৭২ হাজার ৮৫৯ জন। আর মারা গেছে ২৯ হাজার ৪০৭ জন।