শেষ নয়, সঙ্কটের শুরু : মার্কেল
আদর্শ বার্তা ডেস্ক :
জার্মানিতে করোনা আক্রান্ত দেড় লাখ অতিক্রম:
জার্মানিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় যথেষ্ট কম হলেও সংক্রমণের হার প্রায় একইরকম চড়া। ইতোমধ্যেই সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার রবার্ট কশ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, একদিনে জার্মানিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৩৭ জন। টানা তিনদিন বাড়তে থাকার পর আজ নতুন রোগীর সংখ্যা কিছুটা কমলো সেখানে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, জার্মানিকে করোনাভাইরাস মোকাবিলায় কুশলী ও সতর্ক হতে হবে। কারণ সংকটের শেষ হয়নি, এটি মাত্র শুরু। বৃহস্পতিবার করোনা সংকট মোকাবিলায় সরকারের নীতিমালা সম্পর্কে পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারির কথা জানান।
জার্মান চ্যান্সেরল বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এমন পরিস্থিতি দেখেনি। রাজ্যগুলির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অভ‚তপ‚র্ব পদক্ষেপ নিতে হয়েছে। করোনা সংকটের মোকাবিলা করতে অকল্পনীয় অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছে। এসব উদ্যোগ দ্রুত অনুমোদন করার জন্য তিনি সংসদের উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মার্কেল স্বীকার করেন, সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এমন প্রচেষ্টা কখনোই সফল হতো না। মানুষের অনেক মৌলিক অধিকার খর্ব করার সিদ্ধান্ত তার জন্য কতটা কঠিন ছিল, তা তিনি মনে করিয়ে দেন। জার্মান নেতা বলেন, সংযম, নিয়মানুবর্তিতা ও সংহতির মাধ্যমে জার্মানিতে করোনা সংক্রমণের গতি যথেষ্ট কমানো সম্ভব হয়েছে। তবে তিনি মনে করিয়ে দেন যে, সাফল্য সত্তেও জার্মানি এখনো মহামারির প্রথম পর্যায়ে রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ এড়িয়ে চলতে অদ‚র ভবিষ্যতেও অনেক কড়াকড়ি মেনে নিতে হবে। ধাপে ধাপে কিছু বিধিনিয়ম শিথিল করা হলেও সার্বিকভাবে কড়াকড়ি মেনে চলতে হবে।
সুত্র: রয়টার্স।