রাজলক্ষ্মী মৌসুমী-এর কবিতা
মেঘমালায় তুমি
রাজলক্ষ্মী মৌসুমী
মেঘের আগমনে হৃদয় মাঝে পাগলপারা মন ময়ুরী সাঁঝ সকালে এলো বলে।
বনবিথীকায় আমার জল তরঙ্গে যে কাঁপন লাগে।
অম্বরের মেঘমালা যেনো প্রতীক্ষায় রত মিলনের তরে।
আষাঢ়ের মনের ঢল আসে আর যায় হৃদয় মর্মরে।
এমন বাদল বরিষণে ক্ষণে ক্ষণে
তোমায় বড় বেশী মনে পড়ে।
কদম ফুলের ঘ্রাণের মুগ্ধতায়
মনকে করে উতলা।
বনবিহারে মেঘগর্জন আর মেঘ ঘর্ষণে চমকিত আলোর ছটা মোহিত করে দেয় মন-প্রাণ।
কী জানি কী হয় বনবিহারের গায়।
দিনের শেষে প্লাবিত জল ছলছল শব্দে উচাটন মন মোথিত হয়ে হৃদয় নাচে অকাতরে।
বরষায় বেলীফুলের সুমধুর মিষ্টি ঘ্রাণে শিহরিত হই আপন মনে।
আকাশের রোদনভরা বেদনা,
অমৃতসুধা পাওয়ার আশায়, সাঁঝবেলায় গোপন ব্যথার অবসান ঘটায়।
গগনের কোন প্রান্তে লুকিয়েছিল মেঘের রোদনের সুপ্ত বারিধারা।
আষাঢ়ের যৌবনা বারির ঝর্ণাধারায় নিদ্রাবিহীন রজনী
কাটাই অবলীলায়।
দুরু দুরু অবচেতন মনো মাঝে
রিনিঝিনি বাদল কন্ঠে সুখের বাঁশরী বাজলো যেনো ঐ।।