করোনাভাইরাসে ৩ ক্ষেত্রেই শীর্ষে যুক্তরাষ্ট্র
আদর্শ বার্তা ডেস্ক :
করোনা থেকে সেরে উঠেছে যুক্তরাষ্ট্রের ১ লাখেরও বেশি মানুষ। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ হাজার ৩৩২ জনের প্রাণহানি হয়েছে। তবে একই দিনে সুস্থের সংখ্যাও বেড়েছে। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছে ১ লাখেরও বেশি মানুষ।
আক্রান্ত, মৃত ও সুস্থ তিনক্ষেত্রেই শীর্ষে রয়েছে সামরিক শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটি।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার রাতে আক্রান্ত ও মৃত্যুর পর সুস্থের হিসাবেও সব দেশকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। আগের দিন প্রথম দেশ হিসেবে জার্মানিতে এক লাখের বেশি মানুষ সুস্থ হয়েছে। একদিনেই যুক্তরাষ্ট্র তাদের টপকে গেলো।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ৯ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেশটির ৫২ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ। আর দেশটির ৫০ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষকে করোনা টেস্ট করা হয়েছে।