প্রচ্ছদ

অনলাইনে লটারির নামে প্রতারণা!

  |  ১৭:৩৫, জুলাই ০৯, ২০২০
www.adarshabarta.com

:: তালুকদার তুহিন ::

ইদানীংকালে কিছু বিষয় চোখে পড়ার মতো ব্যাপক হাড়ে বাড়ছে। চলুন তার আগে দুটি ঘটনা আলাপ করি।

ঘটনা-১
আমার এক বন্ধু হঠাৎ একদিন ফোন করে বললো, তার ফেইসবুকে বিদেশি এক বান্ধবী তাকে কিছু উপহার হিসেবে টাকা দিতে চায়! এখন সে কথোপকথনে আমার সাহায্য চায়। যথারীতি আমি বুজতে পারি প্রতারক চক্র তাও আমি তার অনুরোধে তার টেক্সটের অনুবাদ করে দেই এবং তাকে কথোপকথনে সাহায্য করি। তাকে এটাও বলি শেষ পর্যন্ত তোর কাছে টাকা চাইবে দেখিস। তো এক পর্যায়ে তাকে বলা হয় বিদেশ থেকে গিফট আসবে, সে যেন কাস্টমস থেকে ছুটিয়ে আনতে একজন বিশেষ লোক ফোন করলে তার কথা অনুযায়ী কাজ করে। যথারীতি আমার বন্ধু ফোনটা আমার কাছে ধরিয়ে দিলে আমি কথা বলতে থাকি এবং কথা শুনেই বুজতে পারি বাংলাদেশের লোক এবং ইংরেজি কথাও ঠিকমতো বলতে পারছিলো না। সে দাবি করে যেন তাকে ১০০০ ডলার পাঠালে সে গিফট বাক্স দিবে,তখন আমি যখন বললাম,”তোমার গিফট থেকে তুমি টাকা রেখে বাকি টাকাটা আমার বন্ধুকে পাঠিয়ে দাও আর তুমি তো প্রতারক।” সাথে সাথেই তার ফোন বন্ধ এবং আমার বন্ধুও প্রতারণার ফাদ থেকে রক্ষা পায়।

ঘটনা-২
শিক্ষিত এক ব্যাংক কর্মকর্তার কাছে ফোন আসে তিনি লটারিতে কয়েক লক্ষ টাকা জিতেছেন! এখন সেই টাকা পাওয়ার জন্য তাকে প্রসেসিং বাবদ কিছু টাকা বিকাশ করতে হবে। তিনিও টাকার লোভে টাকা পাঠিয়ে দিলেন আর পরে দেখলেন নাম্বারটি বন্ধ। মাথায় হাত দিয়ে বসে রইলেন। লজ্জার কথা কাকে বলবেন।

উপরের দুটি ঘটনা হরহামেশাই ঘটছে এবং অনেকেই স্বর্বস্ব খুইয়ে মাথা চাপড়াচ্ছেন।
শুধু এই না, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই এধরণের প্রতারক চক্র দেখা যায়, যারা লটারির নাম করে প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করেই যাচ্ছে। যারা এই রিপোর্টটি পড়েছেন তাদেরকে অনুরোধ মানুষকে সচেতন করতে সাহায্য করুন।পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।

লেখক: কলামিস্ট,প্রভাষক(ইংরেজি) এবং সভাপতি,সাকসেস হিউম্যান রাইট সোসাইটি,সিলেট জেলা।